শরীয়তপুরে বিএনপির তিন আসনে প্রার্থী ঘোষণা; নতুন উদ্দীপনায় নেতাকর্মীরা
                   আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শরীয়তপুর-১, শরীয়তপুর-২ ও শরীয়তপুর-৩ আসনে দলের শীর্ষ স্থানীয় নেতারা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন।
দলীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। শরীয়তপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ। আর শরীয়তপুর-৩ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নূরউদ্দিন আহাম্মেদ অপু।
বিএনপি সূত্রে আরও জানা গেছে, কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এই তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর থেকেই শরীয়তপুরের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যে তারা নির্বাচনী মাঠে তৎপরতা শুরু করেছেন।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর শরীয়তপুরে পূর্ণ প্রস্তুতিতে নির্বাচনী মাঠে নামছে বিএনপি। দলের এই তিন শীর্ষ নেতার প্রার্থিতা স্থানীয় নেতাকর্মীদের নতুন করে সংগঠিত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
জেলা বিএনপির একাধিক নেতা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে ঘোষিত প্রার্থীদের নিয়ে এখন মাঠে একতা ও উদ্দীপনা ফিরে এসেছে। নির্বাচনী প্রচারণা ও ভোটার যোগাযোগের কাজও শুরু হয়েছে।
শরীয়তপুরের রাজনৈতিক অঙ্গনে তাই আবারও জমে উঠেছে নির্বাচনের উত্তাপ—বিএনপির মাঠে ফেরা ঘিরে আলোচনা ছড়িয়ে পড়েছে জেলার গ্রাম থেকে শহর পর্যন্ত।
                



               
Comments