Image description

খুলনায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগে রাসেল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার ইব্রাহিমা মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে রাসেল ওই বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ওই যুবতীকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।

 রাসেল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের মৃত হামিদ আলীর পুত্র। তিনি খুলনা মহানগরীর লবণচরা বান্দাবাজার এলাকার সরোয়ার বাড়ির ভাড়াটিয়া।

বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।