Image description

দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সমর্থন জানিয়ে নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের নারী-পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। শুক্রবার (৭ নভেম্বর)  বিকালে বদলগাছী উপজেলায়  আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে তারা যোগ দেন। এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। যোগদানকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি জনগণের দল। দেশের মানুষ এখন পরিবর্তন চায়। এই বিপুল সংখ্যক মানুষের বিএনপিতে যোগদান তারই সুস্পষ্ট প্রমাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করব।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের সকল নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

সদ্য যোগদানকারী সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্যরা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা দেশে সুশাসন ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেন। তাদের বিশ্বাস, বিএনপি জনগণের অধিকার নিশ্চিত করতে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তাই তারা স্বেচ্ছায় এই দলে শামিল হয়েছেন।