হবিগঞ্জের মাধবপুরে দুধ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সুন্দাদিল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দুধ মিয়া উপজেলার ঘিলাতলী গ্রামের মৃত রেজন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুধ মিয়া কয়েকদিন আগে সুন্দাদিল গ্রামে তার ফুফাতো ভাইয়ের ছেলে বেনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে বেনু মিয়া তাকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দুধ মিয়ার মরদেহ উদ্ধার করে।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’




Comments