Image description

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ থানার এসআই আবুল খায়ের, এএসআই দেবু মজুমদার, এএসআই খলিল ও এএসআই আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃতরা হলো; সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকার মৃত কালু মিয়ার পুত্র সেলিম (৩৫), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মৃত আলী আহম্মদের পুত্র নাছির উদ্দিন (৪৫), একই ইউনিয়নের আকতার আহম্মদের পুত্র তৌহিদুল ইসলাম (২৪), সাহারবিল কোরালখালী এলাকার নুরুল আমিনের পুত্র আব্দুল্লাহ আল নোমান (ওরফে শাহীন ওরফে সাজ্জাদ) (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তার নাছির উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া ও চন্দনাইশ থানায় হত্যা ও ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।
এছাড়া আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে মহেশখালী থানায় গরু চুরির দুইটি মামলা রয়েছে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “গ্রেপ্তার আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেপ্তার পরবর্তী তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।