Image description

বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ আদায়ের পর ঢাকার খিলগাঁও এলাকার নিজ বাসার সামনের মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল চিশতী। 

কাজী ইমদাদুল হক দুলালের পারিবারিক সূত্রে জানা যায়,  নামাজ শেষে বাসায় ফেরার পথে ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে নিয়ে যায়। গ্রেপ্তারের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

উল্লেখ্য, কাজী এমদাদুল হক দুলাল বাবুগঞ্জ উপজেলার আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, গ্রেপ্তারের ঘটনার পরপরই বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল এর গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন।