Image description

বরিশালে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ অর্থসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

বিএমপি'র মিডিয়া সেল জানায়, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন বিসিসি ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী শিল্পি বেগম (৩৮)-এর একতলা টিনশেড বাড়ি থেকে ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২৫০ মিলিলিটার মদ এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকেই শিল্পি বেগমকে আটক করে। তবে এই ঘটনায় শিল্পির স্বামী মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪২) বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএমপি'র একজন কর্মকর্তা জানান, কাউনিয়া থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শহরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।