Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পোশাক পরে একদল দুর্বৃত্ত ২৫ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকায় সাজেদা ফাউন্ডেশনের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সজীব হোসেন (২৭) র‌্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। শনিবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, সজীব হোসেন গুলিস্তান থেকে মদনপুরে নিজের টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে কালো ব্যাগে ২৫ লাখ টাকা বহন করছিলেন। পথিমধ্যে একটি সাদা হাইএস মাইক্রোবাস বাসটির গতিরোধ করে সামনে ব্যারিকেড দেয়। এরপর চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাসে উঠে র‌্যাব সেজে তাকে হাতকড়া পরিয়ে নিচে নামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নেয়।

ভুক্তভোগীর ভাষ্য, দুজনের গায়ে র‌্যাবের জ্যাকেট ছিল, আর দুজন ছিল সিভিল পোশাকে। তারা আমার চোখে গামছা বেঁধে বেধড়ক মারধর করে, ব্যাগ থেকে টাকা নিয়ে নেয়। পরে সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানালপাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় আমাকে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় সজীবকে উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। পাশাপাশি টাকার উৎস সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক জানান, আমরা অভিযোগ পেয়েছি এবং ইতোমধ্যে একটি টিম ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকে বলছেন, ‘র‌্যাব সেজে ছিনতাইয়ের’ এমন ঘটনা সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।