Image description

সারা দেশের মতো নওগাঁ জেলাতেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে আজ (রবিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। শিক্ষকদের ৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ডাকে এই কর্মসূচি চলছে।

শিক্ষকদের অভিযোগ, দাবি আদায়ে এর আগেও তাঁরা আন্দোলন করেছিলেন। ওই সময় শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশি লাঠিপেটা ও টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান থেকে গরম পানি ব্যবহার করা হয়, যাতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। সেই ঘটনার প্রতিবাদ এবং দাবি পূরণের লক্ষ্যে শিক্ষকেরা এই কর্মসূচি শুরু করেছেন।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষকেরা। নওগাঁর জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাস নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়  ও সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা আজ সকাল থেকে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বাংলাদেশের খবর কে জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত থাকবে।