ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯নং বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে পড়েছে। এতে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ইঞ্জিন পরিবর্তন করলে ১ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। এতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ইঞ্জিন পরিবর্তন করলে ১ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়।




Comments