Image description

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা প্রতিদিন বিভিন্ন ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে এমন অভিযোগ উঠেছে স্থানীয় মাছ চাষিদের থেকে। এতে করে চাষিরা একের পর এক ক্ষতির মুখে পড়ছেন। এ বিষয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত এক মাছ চাষি বলেছেন, “প্রতিদিন আমাদের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হচ্ছে। এতে আমরা চাষিরা সর্বস্বান্ত হয়ে যাচ্ছি। রাতদিন পাহারা দিলেও কোনোভাবে রক্ষা করতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ—দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।”

গ্রামবাসী জানিয়েছেন, তারা প্রশাসনের দারস্থ হবেন; এ ছাড়া তাদের আর অন্য কোনো উপায় নেই। তারা আশা করছেন প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে নিরাপত্তা ও বিচার নিশ্চিত করবে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং প্রতিদিনই কোনো না কোনো ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটছে। এতে মাছ চাষিরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নতুন করে ঘেরে মাছ ছাড়তে ও ভয় পাচ্ছেন।