মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসহ আব্দুল কাইয়ুম (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মৌলভীবাজার সড়কের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে তথ্য ছিল—একটি চক্র গোপনে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ভারতীয় পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুরিয়ার প্যাকেটের ভেতর লুকানো অবস্থায় বিদেশি সিগারেট, অলিভ অয়েল, সফট ক্রিম, পাঁচ বস্তা জিরা এবং বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, জব্দ করা কার্টন ও চালানের নথি যাচাই করে পণ্যের প্রেরক ও প্রাপকের তথ্য সংগ্রহ করা হয়েছে। গ্রেপ্তারকৃত কাইয়ুম মিয়াকে জিজ্ঞাসাবাদে চোরাচালান চক্রের আরও কয়েকজন সদস্যের নাম জানা গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা। এসব পণ্য আদালতের নির্দেশে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’




Comments