রূপগঞ্জে নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ভুলতা, গাউসিয়া এবং আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, প্রকাশনা সম্পাদক মুজিবুর রহমান মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল, সমাজকল্যাণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি আকরাম হোসেন প্রমুখ।




Comments