ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে আবারও অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সীমানা সংলগ্ন গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর ও দক্ষিণ পাশের বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি পালন করে।
অবরোধকারীরা সড়কে গাছ কেটে পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে তাদের ‘লকডাউন’ কর্মসূচি প্রদর্শন করেন। এতে মহাসড়কে সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে এই সড়কে সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেন জানান স্থানীয়রা।
এদিকে সড়ক থেকে গাছ অপসারণ ও নাশকতা মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করেছেন।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, ভোর থেকে পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরানোর কাজ চলছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা জানতে পেরেছি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভোরে গোপালপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ করেছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে। আমরা তদন্ত করছি, খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
এর আগে শনিবার (১৫ নভেম্বর) চাকরি পুনর্বহালসহ দুই দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন অপসো স্যালাইন ফার্মার ছাঁটাইকৃত শ্রমিকরা। বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।




Comments