শাহজাদপুরে প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন
প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শাহজাদপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে শাহজাদপুরের সাংস্কৃতিক সংগঠনসমূহ। রবিবার (১৬ নভেম্বর) শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর থিয়েটারের সভাপতি এ এ শহীদুল্লাহ্ বাবলুর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজসেবক এ্যাড. আনোয়ার হোসেন, কবি বাবুল আক্তার খান, কণ্ঠশিল্পী মোঃ বায়েজিদ হোসেন, পি এম পলাশ, মীর বাবুল হোসেন, নাট্য সংগঠক কাজী শওকত প্রমুখ। এছাড়াও উক্ত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও অভিভাবকরা।
মানববন্ধনে বক্তারা সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, সংগীত ও শারীরিক শিক্ষা শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে আলাদা শিক্ষক না থাকলে প্রাথমিক শিক্ষার গুণগত মান ব্যাহত হবে বলেও মন্তব্য করেন তারা।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে আলোচনার পাশাপাশি নজরুল, রবীন্দ্রসংগীত, দেশাত্মবোধক গানসহ স্থানীয় শিল্পীরা প্রতিবাদী গান ও আবৃত্তি পরিবেশন করেন।
এসময় মানববন্ধনে স্থানীয় শিল্পীরা শিশুদের সামগ্রিক বিকাশের স্বার্থে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ অবিলম্বে পুনরায় চালু করাসহ সরকারের কাছে তাঁরা সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জোর দাবি জানান।




Comments