রাউজানে পুকুর থেকে অস্ত্র উদ্ধার, ‘সন্ত্রাসী’ শাহ আলম গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজানে পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় শাহ আলম নামের এক চিহ্নিত ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোর ৫টায় উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় শাহ আলমের কাছ থেকে চারটি এলজি, তিনটি কার্তুজ এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে শাহ আলম তার বাড়ির পাশের পুকুরে একটি বিদেশি পিস্তল ফেলে দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর সেচ দিয়ে চুম্বকের সাহায্যে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি রাইফেল উদ্ধার করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘শাহ আলম একজন চিহ্নিত ‘সন্ত্রাসী’ এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৭-৮টি মামলা রয়েছে। তিনি দুটি হত্যা মামলারও সন্দেহভাজন আসামি। বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক হওয়ায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’




Comments