Image description

মাদারীপুরে শিবচরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রামের কাজীকান্দি এলাকায় একটি কুকুর সকালে নুসরাত নামের এক শিশুকে কামড় দেয়। নুসরাতের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কুকরকে ধাওয়া দিলে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায়  আরো ১১জনকে কামড়ায়। কুকুরের কামড়ে গুরুতর ৭ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শায়লা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। সবাইকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হয়েছে।