Image description

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান দোকানের ওপরে উঠে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে দোকানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলে দোকানদার ইলিয়াস সরদার (৪০) মারা যান। এ সময় ক্রেতা শওকত সরদার (৩৫) ও নিহত ইলিয়াসের মেয়ে লাবনী (১২)  আহত হন। 

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর থানাধীন সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নাত সরদারের ছেলে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, ঢাকাগামী একটি বাসকে সাইড দিতে গিয়ে বরিশালগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। দ্রুতগতির কারণে যানটি দোকানে উঠে যায়। এতে দোকানের ভেতরে থাকা ইলিয়াস ঘটনাস্থলেই মারা যান এবং তার মেয়ে ও এক ক্রেতা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।