নওগাঁর রাণীনগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসের প্রবেশ গেটের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে কোনো এক সময় উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসের মূল গেটের সামনে এ আগুনের ঘটনা ঘটেছে।
উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসের ম্যানেজার মো. লোটাস হোসেন বলেন, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আমি দেখতে পাই অফিসের মূল গেটের সামনে ধোঁয়া উড়ছে। তখন অফিসের নাইট গার্ডের কাছে জানতে চাই। নাইট গার্ড বলেন- নামাজ পড়তে যাওয়ার সময় গেটের সামনে ছালায় ধোঁয়া দেখতে পেলে তিনি তা নিভিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পাশে ফেলে দেন।
ম্যানেজার বলেছেন, এ আগুনে অফিসের প্রবেশ গেটের ও অফিসের কোনো কিছুর ক্ষতি হয়নি। আগুনের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব।
এ ব্যাপারে জানতে চাইলে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, আগুনের খবর পেয়ে আমরা সরেজমিন গিয়েছিলাম। উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসে আগুনের কোনো ঘটনা ঘটেনি। তবে সেখানে অফিসের মূল গেটের সামনে নাইট গার্ড ধোঁয়া দেখেছেন।




Comments