Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাজ চন্দ্র রায় (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কাচন ডুমুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাজ চন্দ্র রায় ওই গ্রামের কোকিল চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।