Image description

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির উপজেলা শাখার নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বেলা সারে ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে নতুন কার্যালয় উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ–দপ্তর সম্পাদক বাউফলের কৃতি সন্তান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মুহম্মদ মুনির হোসেন। 

বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জব্বার মৃধার সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি শিকদার, মোঃ গোলাম সরেয়ার জাহাঙ্গীর, আব্দুল জব্বার রায়হান,জসিম আহমেদ তুহিন, মোঃ আলী আজম চৌধুরী, মোঃ মাহাবুব জোনাদ্দার, প্রভাষক আবদুল ওয়াদুদ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত। এ ছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ মুনির হোসেন বলেন, “অতীত সরকারের দমন–পীড়নের কারণে বাউফলে বিএনপি অফিস ভাড়া নিতে নানান বাধার সম্মুখীন হতে হয়েছে। স্বৈরশাসনের সহযোগীদের কারণে কেউ অফিস ভাড়া দিতে সাহস পায়নি। তাই বাধ্য হয়ে সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের বাসভবন অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করতে হয়েছে।”

তিনি আরও বলেন, “নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে বাউফল উপজেলা বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হলো। পৌর বিএনপি ও প্রতিটি ওয়ার্ড কমিটিকে আমরা শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছি। অতীতের মতো ভবিষ্যতেও বাউফলবাসীর পাশে থাকব, ইনশাআল্লাহ।”

উদ্বোধনকে ঘিরে নতুন কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতাকর্মীদের ঢলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। “শহীদ জিয়া অমর হোক”, “খালেদা জিয়া জিন্দাবাদ”, “তারেক রহমান জিন্দাবাদ”—এমন স্লোগানে পুরো কার্যালয় এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।