Image description

অশ্লীল অঙ্গভঙ্গিতে টিকটক-লাইকি ভিডিও ভাইরাল হওয়ার জেরে পরশুরাম সরকারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। রবিবার (২৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) কলেজের শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থী কলেজের পোশাক পরিহিত অবস্থায় অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক ও লাইকি ভিডিও তৈরি করেন। ভিডিওটি প্রথমে ফেসবুকে এবং পরে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।

এর প্রেক্ষিতে রবিবার বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত একটি জরুরি নোটিশ প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে— “সম্প্রতি কিছু শিক্ষার্থী কলেজের ড্রেস পরিহিত অবস্থায় স্মার্টফোনের মাধ্যমে টিকটক-লাইকি ভিডিও তৈরি করেছে, যা প্রতিষ্ঠানের সুনামের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। সেজন্য ২৩ নভেম্বর ২০২৫ থেকে কলেজে স্মার্টফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।”

নোটিশে আরও উল্লেখ করা হয়, কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন নিয়ে এলে বা টিকটক-লাইকির মতো প্ল্যাটফর্মে কলেজের নামে/পোশাকে ভিডিও আপলোড করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোহাম্মদ নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করেছে। আমরা এতে অত্যন্ত বিব্রত ও দুঃখিত। শিক্ষার্থীদের সচেতন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা নিয়ম অমান্য করবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, পরশুরাম সরকারি কলেজ ফেনীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের শতাধিক বছরের সুনামে আঘাত হেনেছে বলে অভিভাবক ও সচেতন মহল মনে করছেন।