নওগাঁর পত্নীতলা উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মাঠপর্যায়ের সরকারি সেবা, চলমান উন্নয়ন প্রকল্প, দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।




Comments