কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মো. আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার আতারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির নির্দেশনায় চরচিলমারী বিওপির একটি বিশেষ টহল দল আতারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অস্ত্রসহ আসামি আটক আমাদের নিয়মিত অভিযানেরই অংশ। ভবিষ্যতে অপরাধ নির্মূলে বিজিবির এমন কার্যকর অভিযান অব্যাহত থাকবে।’
আটক যুবকের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




Comments