জয়পুরহাটে গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ফুফু ও ভাতিজির ওপর নৃশংস হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে নুরুন্নাহার বেগম (৪৭) নামের এক নারী নিহত হয়েছেন এবং তার ভাতিজি খাতিজা খাতুন (১৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার দিবাগত রাতে জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুরুন্নাহার বেগম ওই গ্রামের গফুর মন্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুন্নাহার ও তার ভাতিজি খাতিজা একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে টিউবওয়েলের হাতল দিয়ে তাদের দুজনের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই নুরুন্নাহার বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত ভাতিজি খাতিজা বর্তমানে বগুড়ার ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।




Comments