Image description

খুলনার রূপসায় পুলিশ ফাঁড়ির বাথরুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফেরদৌস হোসেন (২৭) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ঘাটভোগ ইউনিয়নে অবস্থিত শিয়ালী পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। শনিবার (৬ ডিসেম্বর) রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ফাঁড়িতে ফেরদৌস হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে ফাঁড়ির বাথরুমের ভেতরের সিলিংয়ে সঙ্গে গলায় কাপড় প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।