রংপুরের তারাগঞ্জ উপজেলার নতুন চৌপুতী বাস্টান বাজারে কৃত্রিম টিএসপি সারের সংকট তৈরি করার অভিযোগে সোনালী বানিজ্য বিতাণ ডিলার মোঃ মনিরুজ্জামান সোহাগকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনাব্বর হোসেন শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সারে ৫টায় নতুন চৌপুতী সোনালী বানিজ্য বিতাণ ডিলারে অভিযান পরিচালনা করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ড) ধারার আওতায় জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জনস্বার্থে কৃত্রিম সারের সংকট তৈরি করার অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জরিমানা করা ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগ (৪০) উপজেলার নতুন চৌপুতী বাস্টান বাজারের সোনালী বানিজ্য বিতাণের মালিক। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি এবং স্থানীয় থানা পুলিশ।




Comments