Image description

নীলফামারীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হেলাল (৩৬) নামে উত্তরা ইপিজেডের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাচারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজী চড়াইখোলা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের ‘মেইগো বাংলাদেশ লিমিটেড’ কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শহরের মাস্টারপাড়ায় অবস্থিত শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন হেলাল। পথে কাচারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের (যশোর-ট-১১-৪৪৩২) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।