নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ার নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটটির ৩৫টিরও বেশি হোসিয়ারি ও বডি নিটিং কারখানা ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে সরু রাস্তা ও পানির উৎসের অভাব থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে ৩৫টিরও বেশি দোকান ও কারখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের ত্বরিত পদক্ষেপে আশপাশের আরও প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।




Comments