Image description

পাবনার আটঘরিয়া উপজেলার জালালের ঢাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম বাচ্চু(৭৬) বার্ধক্যজনিত কারণে রবিবার দিবাগত রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। 

তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। আজ ৮ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটা সময় আটঘরিয়া পৌর সভা মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যায় গার্ড অব অনার প্রদান করা হয় । 

এসময় গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। 

অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত মল্লিক সহ মুক্তিযোদ্ধাবৃন্দ। 

গার্ড অব অনার শেষে জানাজা নামাজ শেষে পাবনা আরিফপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।