Image description

গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন নবাগত পুলিশ সুপার।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘গোপালগঞ্জ জেলায় প্রায় ১২ লাখ মানুষের বসবাস। এর মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মাত্র ৫ শতাংশ মানুষ। এই ৫ শতাংশ অপরাধীকে দমনে পুলিশ ও সাংবাদিকরা আমরা সবাই একসঙ্গে কাজ করব।’

তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশের পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ জিয়াউল হক। এছাড়া গোপালগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।