Image description

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনিরের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এসব কর্মসূচি পালিত হয়।

সভার শুরুতে নবাগত ওসি মো. মনিরুজ্জামান মনিরকে ফুল দিয়ে বরণ করে নেন ইউএনও মনোরঞ্জন বর্মন। পরে অন্যান্য কর্মকর্তারাও ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিচিতি পর্ব শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনোরঞ্জন বর্মন বলেন, ‘দুর্নীতি একটি সামাজিক অবক্ষয়, যা দেশের উন্নয়নে প্রধান বাধা। দুর্নীতির কবলে পড়লে সামাজিক ও অর্থনৈতিক কোনো উন্নয়নই সম্ভব হয় না। মনে রাখতে হবে, স্বজনপ্রীতিও এক প্রকার দুর্নীতি।’ তিনি উপজেলাকে অন্যায়, অপরাধ, ইভটিজিং ও মাদকমুক্ত করে সুন্দরভাবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

ইউএনও মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার, নবাগত ওসি মো. মনিরুজ্জামান মনির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নুরুল আমিন মিয়া।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মাকসুদুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মো. ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বশির আহমেদ এবং বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।