Image description

ধর্ম ব্যক্তিগত বিশ্বাস হলেও রাষ্ট্র সবার এমন মন্তব্য করে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ‘আমরা ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নই। ধর্ম নিয়ে আমরা কোনো ব্যবসা করতে চাই না, ধর্মকে পুঁজি করে রাজনীতিও করতে চাই না। এটাই বিএনপির রাজনীতির মূলনীতি।’

সোমবার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা-২ নির্বাচনি এলাকার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন তিনি ইউনিয়নের আরও আটটি স্থানে পথসভা করেন।

মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম করেছেন। আমরা অতীতে দেওয়া প্রতিশ্রুতির অধিকাংশই পালন করেছি। শতভাগ সফল না হলেও আমাদের প্রচেষ্টার কমতি ছিল না।’

এলাকার উন্নয়নে নতুন প্রতিশ্রুতির কথা জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচিত হলে এ অঞ্চলে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এছাড়া স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘মোবাইল হাসপাতাল’ ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে বাসে স্থাপিত ল্যাবে প্রান্তিক মানুষ নিজ এলাকাতেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন।’

পথসভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সহ-সভাপতি আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।