Image description

নাটোরের লালপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মিডিয়া সেলের সদস্য, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি চলাকালে ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন।