কুমিল্লা সদর উপজেলায় জামিনে কারামুক্ত হয়ে হত্যা মামলার প্রধান সাক্ষীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর রংধনু মার্কেট এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম কাউছার (৪০)। তিনি আনন্দপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং ২০২০ সালে সংঘটিত প্রবাসী মুক্তার হোসেন হত্যা মামলার (জিআর ৮৩/২০) প্রধান সাক্ষী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে আনন্দপুর গ্রামের প্রবাসী মুক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলার আসামিরা দীর্ঘ দিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বের হন। মঙ্গলবার বিকেলে কাউছারকে বাড়িতে একা পেয়ে মামলার আসামি ফিরোজ প্রকাশ কালা ফিরোজ, তার ছেলে ইউসূফ, আলী আশ্রাফের ছেলে সুমন, আহাজ উদ্দিনের ছেলে সকু ও ইউসূফ আহম্মেদের ছেলে আলী হোসেনসহ অজ্ঞাত আরও ৫-৬ জন সন্ত্রাসী রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, কাউছারকে হত্যার উদ্দেশ্যেই আসামিরা ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।




Comments