Image description

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম-৪ সংসদীয় আসন ও সবস্তরের জনগণের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ ডিসেম্বর) বাদ আসর সীতাকুণ্ডের বাড়বকুন্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দীন এ মাহফিলের আয়োজন করেন। 

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন এর সভাপতিত্বে ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, সীতাকু- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য ও ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নরুদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এম আর চৌধুরী মিল্টন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।

এ ছাড়া উপস্থিত ছিলেন, ৫নং বাড়বকু- ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ১ নং ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, ২ নং ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক সারোয়ার কামাল, ৫ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল, ৭ নং কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দোহা ও সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া মনির, ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দৌলা। সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ মহিদুল আলম আবির,পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রেজা এবং ৪ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ -সভাপতি মেহেদী হাসান জনিসহ আরও দলের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।