Image description

মিয়ানমার থেকে ভেসে আসা মর্টারশেল ও গোলাগুলির শব্দে টেকনাফের সীমান্ত এলাকার বাড়িঘর কাঁপছে। এতে সীমান্ত এলাকায় চরম  চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে থেমে থেমে একটানা ৪ ঘণ্টা টেকনাফের হোয়াইক্যং সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘ভোর থেকে সকাল পর্যন্ত হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে। এ ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে আছেন।

‘হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলি চলছে। এতে হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসেন, আব্দুল কুদ্দুস ও বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়ে বলেন তিনি।

এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, ‘ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্ত থেকে এপারে প্রচুর গোলাগুলির শব্দ ভেসে আসে। কয়েকটি বাড়িতে গুলি পড়েছে বলে শোনা গেছে।’

মিয়ানমারের রাখাইনে অনেকদিন ধরেই বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দেশটির জান্তা সরকারের সংঘাত চলছে।