নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: সিংড়ায় অধ্যক্ষ আনু
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু। তিনি বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের হাজার হাজার নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা বসে নেই।’
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা-৮ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সিংড়া উপজেলা ও পৌর বিএনপি এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে অধ্যক্ষ আনু বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। কিন্তু যখনই তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, ঠিক সেই মুহূর্তে নির্বাচন বানচাল করার অপচেষ্টা শুরু হয়েছে। ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। এর আগে একইভাবে চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদুল উল্লাহর ওপরও হামলা চালানো হয়। নির্বাচন বানচালের এই দেশি-বিদেশি ষড়যন্ত্র যেকোনো মূল্যে রুখে দিতে হবে।’
স্থানীয় প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপির প্রার্থীরা ঘোষণার পর সিংড়াতেও কিছু সন্ত্রাসী রাতের আঁধারে, এমনকি দিনের বেলায়ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি-ধমকি দিচ্ছে। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন এবং ভাবছেন আমরা ঘুমিয়ে আছি, তাদের বলছি আমরা সব দেখছি। এসব অপকর্ম আইনের আওতায় এনে প্রতিহত করা হবে। শান্তির সিংড়াকে কিছুতেই অশান্ত করতে দেওয়া হবে না।’
সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক ফয়জুন নেছা পুতুলের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন শাখা, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউপির সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা ও সাইদুর রহমান সাধু, খাজুরা ইউপির সাবেক চেয়ারম্যান আফরাজ্জামান, পৌর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, সদস্য সচিব আবুল হাসান ডাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর গনি পলাশ, পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু, উপজেলা কৃষক দলের আহবায়ক রেজাউল করিম জান্টু, নাটোর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আল আসাদ বিন সাঈদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন প্রমুখ।




Comments