স্মৃতি আর আড্ডায় ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় ‘চেনা আঙিনা’ পরিণত হয় এক মহামিলনমেলায়।
উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানসহ দেশের নানা প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে আসেন প্রিয় ক্যাম্পাসে। দীর্ঘদিন পর সহপাঠী ও বন্ধুদের পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। স্মৃতি ধরে রাখতে মেতে ওঠেন গল্প, আড্ডা আর সেলফিতে। সকাল ১০টায় বিদ্যালয় চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ডেবোনিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়োব খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য শিক্ষাবিদ ও বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্যে বিদ্যালয়ের ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াতে ১৯২৩ সালে ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শত বছরের পথচলায় এ প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা বহু গুণীজন দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।




Comments