সাতক্ষীরার শ্যামনগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে মজুদ করা আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার গাবুরা ইউনিয়নে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোন সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকার পরিবেশ অস্থিতিশীল করতে সন্ত্রাসীরা অস্ত্র ও বিস্ফোরক মজুদ করছেএমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। কয়রা কোস্টগার্ডের লে. কমান্ডার বিএন মুনতাসির ইবনে মহসিনের নেতৃত্বে একটি দল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া বাজারে মুকুলের দোকানে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে দোকানটি তল্লাশি করে ১টি পিস্তল, ২টি বোমা ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Comments