Image description

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কৃষিজমির উর্বরতা নষ্ট করে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী উপজেলার লক্ষীপুর, চালিতাডাঙ্গা, চকপাড়া ও মাইজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি রক্ষায় এবং অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার সত্যতা পাওয়ায় ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’ এবং ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে কাজিপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে।

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, “কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। উর্বর কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

একই সঙ্গে তিনি কৃষিজমির ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।