Image description

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওরের কৃষিজমির মাটি অবৈধভাবে পাচার রোধে কঠোর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের বাঘাইয়া গোনা হাওরে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাটি পাচারের দায়ে একজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় দিয়েছে আদালত।

অষ্টগ্রাম থানা পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আহাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে হাওরের উর্বর মাটি কেটে ঢাকা, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। সরেজমিনে দেখা যায়, হাওরের বুকে এক্সকাভেটর (ভেকু) বসিয়ে মাটি কাটা হচ্ছে। সেই মাটি ট্রলিতে করে বড় বড় বাল্কহেডে বোঝাই করে নৌপথে পাচার করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী আটককৃত এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের জেল দেওয়ার আদেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আহাদ বলেন, “হাওরের কৃষিজমি ও পরিবেশ রক্ষায় মাটি পাচারকারী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আইন লঙ্ঘন করে কেউ এমন ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”