চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ইসমাইল হোসেন (৩২) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর মেরিনার্স রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারা উপজেলার শুয়া বাপের বাড়ি এলাকার বিনু বৈদ্যের ছেলে রুবেল বৈদ্য (৩১) ও পটিয়া উপজেলার দক্ষিণ মালিয়ারা এলাকার রতন নাথের ছেলে রাজু নাথ (৩৮)।
র্যাব জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডের ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রুবেল ও রাজুকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি টিপছোরা এবং একটি কালো রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে ইসমাইল হোসেন সাইকেল চালিয়ে লালদিঘি এলাকা থেকে ফিরিঙ্গি বাজারের দিকে যাচ্ছিলেন। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালী মোড়মুখী সড়কে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারীরা ইসমাইলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা আক্তার ফারজানা বাদী হয়ে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’




Comments