Image description

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাফওয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মটুকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে ঢাকায় তার মৃত্যু হয়। নিহত শিশু সাফওয়ান ওই গ্রামের রাকিব হাসানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাফওয়ান তার চাচাতো বোনদের সঙ্গে বাড়ির পাশের সড়কে হাঁটতে বেরিয়েছিল। এ সময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার আশায় পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নেওয়া হলে রাতে কর্তব্যরত চিকিৎসক সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে মটুকপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে শিশুটিকে আড়িয়ল কবরস্থানে দাফন করা হয়।

নিহতের চাচা বাবু মোল্লা জানান, দুর্ঘটনার পর অটোচালক তাদের সঙ্গেই স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু ওই সময় শিশুটির জীবন বাঁচানো নিয়ে সবাই ব্যস্ত থাকায় চালকের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে চালকের বাড়ি হাসাইল গ্রামে বলে জানা গেছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মটুকপুরের দুর্ঘটনাকবলিত সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের তুলনায় বেশ সরু। এখানে একাধিক স্কুল ও মাদ্রাসা থাকায় সবসময় শিশুদের চলাচল থাকে। কিন্তু অটোরিকশা চালকরা নিয়ম না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালায়, ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাব্লিউ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’