Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সরকার তৃণমূল পর্যায়ে প্রশাসনকে ঢেলে সাজিয়েছে।’

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত রাজনৈতিক দল ও প্রার্থীদের ‘নির্বাচনকালীন আচরণবিধি-২০২৫’ বিষয়ক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম রুমি এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম। বক্তারা নির্বাচনকালীন সময়ে আচরণবিধি যথাযথভাবে অনুসরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মো. খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শাহে আলম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা মো. নূর হোসেন, খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মেহেদী হাসানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ স্থানীয় সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।