ফরিদপুরের মধুখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের ছোট ভাই এবং আওয়ামী যুবলীগ নেতা মো. হামিদুর রহমান বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মধুখালী সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বাবুল মিয়া ফরিদপুর চিনিকলের একজন মৌসুমী শ্রমিক হিসেবে কর্মরত। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মধুখালী থানায় তার বিরুদ্ধে আগে থেকে কোনো মামলা ছিল না।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুস্তম আলী জানান, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।




Comments