Image description

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা সেতুর সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তৈয়ব আলী (৫৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের মৃত পিশু মামুদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে ধরলা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা চলছিল। যাত্রীসহ অটোরিকশা নিয়ে সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় চালক তৈয়ব আলী বাইচ দেখতে গাড়িটি দাঁড় করান। এরপর রাস্তা পার হয়ে নদীর দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।