ময়মনসিংহের ভালুকায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ পরিচালনা করে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামি পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য মো. আতিকুর রহমান খান ওরফে রিটু মেম্বার (৫৮), তার ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. জুবায়ের হোসেন সিয়াম (২০) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোখছেদুল আহম্মেদ সানি (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এসএনএস সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের হোসেন সিয়াম ও মোখছেদুল আহম্মেদ সানিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গত ১১ নভেম্বর ভালুকা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা (নং-২১) দায়ের করা হয়েছিল। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।
অন্যদিকে, ২০১৮ সালে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় গত ১১ সেপ্টেম্বর দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলার (নং-১১) পলাতক আসামি ইউপি সদস্য আতিকুর রহমান খান ওরফে রিটু মেম্বারকে শনিবার রাতে মেদুয়ারী ইউনিয়নের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. মালেক জানান, সন্ত্রাস ও নাশকতার অভিযোগে গ্রেপ্তারকৃত তিনজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।




Comments