সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়ামের একটি ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে অডিটোরিয়াম এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা ভবনটির দ্বিতীয় তলায় ওঠেন। এ সময় একটি ওয়াশরুমের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি পচে অর্ধগলিত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্ট অডিটোরিয়ামে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ভবনটিতে মানুষের চলাচল অনেকটাই কমে যায়। দীর্ঘদিন ধরে ভবনটির নজরদারি কম থাকায় সেখানে কেউ আশ্রয় নিয়েছিল কি না, অথবা এটি কোনো হত্যাকাণ্ড কি না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।




Comments