রোয়াংছড়িতে তামাক চাষ নিরুৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। তামাক চাষ নিরুৎসাহিত করা, আখের গুড় উৎপাদন এবং বোরো (হাইব্রিড) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ গ্রহণ করে।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলি।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক জানান, কর্মসূচির আওতায় উপজেলার ১০০ জন প্রান্তিক কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়েছে। এছাড়া আখের গুড় উৎপাদন বাড়াতে ১০ জন চাষিকে বিনামূল্যে ৬৩০ কেজি বীজ, ২২ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার এবং ৪ বার সেচ সুবিধা প্রদান করা হয়েছে। পাশাপাশি তামাক চাষ থেকে ফিরিয়ে এনে আখ চাষে উদ্বুদ্ধ করতে ৩ জন প্রদর্শনী চাষিকে ৮৫০ কেজি বীজ, ৪৪ কেজি ইউরিয়া, ২ কেজি টিএসপি, ২৬ কেজি এমওপি সার, ৪ বার সেচ ও ১০ বার কীটনাশক ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি বলেন, ‘সরকারের দেওয়া এই প্রণোদনা কাজে লাগিয়ে কৃষকরা সঠিক সময়ে বীজ বপন ও চাষাবাদ করবেন বলে আমি প্রত্যাশা করি।’
তিনি আরও বলেন, ‘আগামীতে বিধি মোতাবেক স্থানীয় ডিলার নিয়োগের মাধ্যমে নিজ নিজ ব্লকে বা এলাকায় সার পৌঁছানোর ব্যবস্থা করা হবে। স্থানীয় ডিলারদের মাধ্যমে খুচরা ক্রয়-বিক্রয় নিশ্চিত করে প্রান্তিক কৃষকদের কাছে যথাসময়ে সার পৌঁছে দেওয়া হবে।’




Comments